ন্যাভিগেশন মেনু

অবশেষে মুক্তি পেলেন রোনালদিনহো


এবছর মার্চের শুরুতে জাল পাসপোর্ট ব্যবহার করে ভাইয়ের সঙ্গে প্যারাগুয়েতে ঢুকতে গিয়ে ধরা পড়েন ব্রাজিলের অন্যতম সেরা তারকা ফুটবলার রোনালদিনহো গাউচো। এ অপরাধে গত পাঁচমাস ধরে তিনি জেল ও গৃহবন্দি ছিলেন। অবশেষে সোমবার মুক্তি পেয়েছেন এই তারকা ফুটবলার। তবে তাদের দুই লাখ ডলার জরিমানা দিতে হবে।

বিচারক গুস্তাভো আমারিয়া তার রায়ে বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং প্যারাগুয়েতে তার বিরুদ্ধে আর কোন বিচারকী কার্যক্রম চালানো হবে না।’

বিচারকের রায়ের সময়ে কোর্টে উপস্থিত ছিলেন রোনালদিনহো। কালো রংয়ের টি-শার্ট, হ্যাট এবং মাস্ক পরিহিত রোনালদিনহো রায়ের পর উল্লাস প্রকাশ করেন। ব্যক্তিগত প্লেনে মঙ্গলবার প্যারাগুয়ে ত্যাগ করার পরিকল্পনা রোনালদিনহোর।

দুইবার তিনি ফিফার বিশ্বসেরা ফুটবলার হয়েছিলেন।  ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

এমআইআর/এডিবি