ন্যাভিগেশন মেনু

অবসরে গেলেন ঢাকার ১ম ও দেশের ৩য় নারী আইনজীবী


বিচারিক জীবনের শেষ কার্যদিবসে জিনাত আরা-কে আপিল বিভাগে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিমকোর্টের দ্বিতীয় নারী বিচারপতি জিনাত আরার কর্মস্থলের শেষ কার্যদিবস ছিল। ঢাকায় তিনি প্রথম নারী আইনজীবী ও দেশের তৃতীয় নারী আইনজীবী।

বিদায়ী বক্তব্যে বিচারপতি জিনাত আরা বলেন, ’নারী বিচারক হিসেবে নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। ঢাকার আদালতে প্রতিদিন শত শত লোক তাকে দেখতে আসতো। নারী বিচারকের প্রতি মানুষের আগ্রহ এখনো তার মনে দাগ কাটে।‘

২০০৩ সালের ২৭শে এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান জিনাত আরা। ২ বছর পরে স্থায়ীভাবে নিয়োগ পান তিনি। এরপর, ২০১৮ সালের ৮ই অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এর আগে, ১৯৭৮ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান জিনাত আরা। পরবর্তিতে ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন