ন্যাভিগেশন মেনু

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় এক শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১নং মেইন পিলার এবং ৯নং সাব পিলারের কাছ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন - বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপা বারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), তার স্ত্রী সুমনা আক্তার (২৪) এবং তাদের ২ মাসের শিশু কন্যা জয়া আক্তার।

এ বিষয়ে আজ দুপুর ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মেহেদী হাসান খাঁন জানান, ‘জীবননগর উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাবেন। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ওই মেহগনি বাগানের ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করে।’

আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এসকে/এমআইআর/এডিবি