ন্যাভিগেশন মেনু

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক


চুয়াডাঙ্গার জীবননগর ধোপাখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

আটককৃতরা হলো - নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগ্রামের নজরুল মোল্লার ছেলে মো. জিনায়েদ মোল্লা (২২), একই উপজেলার পারবিষ্ণপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মোছা. মিম বেগম (১৯), জাফর মোল্লার মেয়ে মোছা. পাপিয়া বেগম (২৭), খুলনা জেলার রূপসা উপজেলার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রের ছেলে বিশ্বজিৎ ভদ্র (৩৫), বিশ্বজিৎ ভদ্রের স্ত্রী শিমু ভদ্র (২৫) এবং তার সন্তান স্মৃতি ভদ্র (৫)।

বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধোপাখালী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৯নং আন্তর্জাতিক মেইন সীমানা পিলারের ৬ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের দরগাতলা আমবাগান থেকে শিশুসহ ৬ জন নারী-পুরুষকে আটক করে। আটককৃত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিলেন।

অবৈধভাবে ভারতে যাবার চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়েরসহ আটককৃতদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

এসকে/ ওয়াই এ/এডিবি