লুট হওয়া অস্ত্র আগামী ৭ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানীর সেনানিবাস সিএমএইচে (CMH) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছে থাকায় মামলা হবে। নিষিদ্ধ অস্ত্র সাধারণ জনগণের কাছে কীভাবে গেল আনসার সদস্যদের ওপর যারা হামলা করেছে তাদের ছবি ও ভিডিও থেকে দেখলাম, সিভিল ড্রেসে বেশিরভাগই হচ্ছে যুবক। এই জনগণ কারা আমরা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করবো।
তিনি বলেন, আমি অফার করছি আজ থেকে সাত দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে অস্ত্রগুলো ফেরত আসতে হবে। ফেরত না এলে অস্ত্র অভিযানে যদি আমরা কারও কাছে অস্ত্র পাই, তার বিরুদ্ধে দুটি চার্জ লাগবে (মামলা হবে)। যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার।
পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের লোগো-ড্রেস চেঞ্জ হবে। এটা পুলিশ নিজেরাই বলেছে, এটা কলঙ্কিত করেছে। সবাই যে খারাপ তা তো না। সবাই দানব হয়েছিল, তাতো বলা যায় না। এই পোশাক পরে একদিনও বের হতে চান না। পরে আইজিসহ বললাম, এরা চাইলেও করা যায় না সময় লাগবে। পুলিশের মধ্যে একটা উপলব্ধি হয়েছে তারা তো এখন দেখছে, হোয়াট দে হ্যাভ ডান! ডে হ্যাভ নট ডান। তাদের দিয়ে করানো হয়েছে। কি করানো হয়েছে। দয়া করে দেশটাকে ভাগ করবেন না, নষ্ট করবেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন কি অবস্থা।
পুলিশ সদস্যদের ১১ দফা দাবির মধ্যে ছিল সিনিয়র দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা, এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটা আমরা দেখবো অবশ্যই দেখবো তবে পরে। একজন বললেই কি আমরা তাকে জাপটে ধরবো? তদন্ত লাগবে।
তাদের অবস্থান আপনাদের জানা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বের হবে সময় হলে অবশ্যই বের হবে।
ক্ষমতাচ্যুতরা নানাভাবে আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জীবন বিপন্ন করার মতো কিছু করবেন না। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। পার্টিকে রিঅর্গানাইজ করেন, রাজনৈতিক দলের মত। নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ চাইলে ভোটে যাবেন।
আপনারা (আ.লীগ) যদি এই স্বপ্নই দেখেন তাহলে কি অন্যের হাতে দেশটা তুলে দেবেন? এমন প্রশ্ন রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাহলে আমরা বা পূর্ব পুরুষরা যারা মুক্তিযুদ্ধ করলাম, ৩০ লাখ মানুষ মারা গেল, সেই ৩০ লাখ মানুষের উপরে দাঁড়িয়ে এই দেশকে আপনি আরেকজনের হাতে তুলে দেবেন? আমি শুধু অনুরোধ করবো, আর যাই করেন এটা অন্তত করবেন না।