ন্যাভিগেশন মেনু

অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা জমা দিলেই মিলবে পুরস্কার


অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে জমা দিলেই মিলবে পুরস্কার।

ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিধনে এই ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (৭ আগস্ট) নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র এ ঘোষণা দেন। পাশাপাশি এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকেও পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

ডিএনসিসি মেয়র আজ গুলশান-২-এ নগর ভবনে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটি বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করেছেন, যা ডিএনসিসির ফেসবুক পেইজ থেকেও সরাসরি প্রচারিত হয়েছে।

এ সময় মেয়র বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমোড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো। সেই সঙ্গে নিজেদের বাসাবাড়িও পরিষ্কার করুন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কার কোনও লজ্জার না। আমাদের নিজেদের বাসা-বাড়িতে পানি জমতে দেওয়া যাবে না।’

ছাদে বাগানের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকেও পুরস্কৃত করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআইআর/এডিবি/