ন্যাভিগেশন মেনু

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে


করোনাভাইরাস আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তার অবস্থা গুরুতর হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই খবরটি নিশ্চিত করেছেন উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ ও অভিনেত্রী বন্যা মির্জা।

শুক্রবার বন্যা মির্জা ফেসবুকে লিখেছেন, 'আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।'

গত চারদিন আগে করোনাভাইরাস আক্রান্ত হন ৬১ বছর বয়সী অভিনেতা আজিজুল হাকিম। তার স্ত্রী অভিনেত্রী-নির্মাতা জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ানও করোনা আক্রান্ত। কয়েকদিন ধরে তারা বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। স্ত্রী ও ছেলে কিছুটা সুস্থ হলেও আজিজুল হাকিমের অবস্থা খারাপ ছিল।

টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে নাজাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

এডিবি/