ন্যাভিগেশন মেনু

অভিনেত্রী থেকে দিল্লির রাজ দরবারে আলো ছড়াচ্ছেন নুসরাত ও মিমি


কলকাতার টালিপাড়া থেকে সটান দিল্লির সংসদ ভবনে। ভারতের পার্লামেন্ট অধিবেশন শুরুর এক সপ্তাহ পর সংসদে গিয়ে শপথ নিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী।

মঙ্গলবার অধিবেশন শুরুর পর স্পিকার ওম বিড়লার বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান বাংলায় শপথবাক্য পাঠ করেন ।

গত ১৭ জুন ছিল সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু রাজ্যের বাকি সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সংসদের প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন মিমি ও নুসরত।

গত ১৯ জুন নুসরতের বিয়ে উপলক্ষে তুরস্কে রওনা দিয়েছিলেন তিনি। মিমিও প্রিয় বান্ধবী তথা সতীর্থের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন।

মঙ্গলবার পার্লামেন্টের সামনে গণমাধ্যমের প্রতিনিধিরা ঘিরে ধরলে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের দুই এমপি নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী ধৈর্য হারান।

গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে ছবি তুললে পরে তাদের ভিড় এড়াতে না পেরে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন তারা।

নুসরাত গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না। বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সাংবাদিকদের দূরে সরে যেতে বললেন।পরে সংবাদকর্মীদের দূর থেকে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলা হয়।

এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বসিরহাট আসন থেকে এমপি নুসরাত ও যাদবপুর আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হন মিমি চক্রবর্তী।


এস এ / এসএস