ন্যাভিগেশন মেনু

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: মালিক গ্রেপ্তার


ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, `আজ সকালে আমাদের একটা অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রবিবার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, রবিবার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান এই মামলা করেন।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মাঝরাতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে  অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন কয়েকজন এখনও আশঙ্কাজনক।