ন্যাভিগেশন মেনু

অভিযোগ দিলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা হবেঃ নওফেল


শিক্ষার্থীরা সুনির্দিষ্ট অভিযোগ দিলে জাবি ভিসির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা উপাচার্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসেননি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার বিকেলে সেগুনবাগিচায় ব্রিফিংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরেই ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে এই অবস্থায় তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে।

উল্লেখ্য, আন্দোলনের ধারাবাহিকতায় গত সোমবার ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হন।

এমআইআর/ওআ

আজকের বাংলাদেশপোস্টের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংবাদ পেতে এখানে ক্লিক করুন