ন্যাভিগেশন মেনু

অমর একুশে বইমেলার পর্দা নামলো


বাংলা একাডেমি আ‌য়ো‌জিত মাসব্যাপী অমর একু‌শে গ্রন্থমেলা ২০২০-এর পর্দা নামলো ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠা‌নের মধ্য দিয়ে শেষ হয়েছে এবা‌রের বই উৎস‌বের।

বিগত দুই বছরের তুলনায় এ বছর প্রকাশিত বইয়ের সংখ্যা বেশি ছিল। মেলার শেষ দিনেও ১৮৪টি বই প্রকাশিত হয়েছে।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জমানের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী স্বাগত বক্তব্য রাখেন এবং প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেরা-২০২০ এর সদস্য সচিব জালাল আহমেদ।

জালাল আহমেদ জানান, এবারের মেলায় মোট ৪ হাজার ৯১৯টি বই প্রকাশিত হয়েছে। এ বছর মোট ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে, যার মধ্যে বাংলা একাডেমি ২ কোটি ৩৩ লাখ টাকার বই বিক্রি করেছে।

২০১৯ সালে বিক্রির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। ২০১৮ সালে ছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ, ২০১৬ সালে ৪০ কোটি ৫০ লাখ, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ, ২০১৪ সালে ছিল সাড়ে ১৬ কোটি এবং ২০১৩ সালে ১০ কোটি ১৪ লাখ টাকা।

ওআ /এডিবি