ন্যাভিগেশন মেনু

অমর একুশে বইমেলায় আমেরিকা প্রবাসীর ‘পরলোকে আমি’


ঢাকায় অমর একুশে বইমেলায়সাম্প্রতিক তথ্যনির্ভর কয়েকটি রম্য রচনার সমাহার ও  সমসাময়িক ঘটনা ও সমস্যার আলোকে বিজ্ঞানকে সহজ ভাষায় উপস্থিতি নিয়ে প্রবাসি বিজ্ঞানী ও লেখক ড. আশরাফ আহমেদের বিজ্ঞানভিত্তিক দ্বিতীয় গ্রন্থ ‘পরলোকে আমি’ প্রকাশিত হয়েছে।

এই বইয়ের গল্পগুলো বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। যারা পড়তে ভালোবাসেন তারাই এই গল্পগুলোর রস আস্বাদন করতে পারবেন।

যেমন- এই বইয়ের একটি গল্পে এক আমেরিকান-বাঙালি ছাত্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পানি সমস্যার সমাধান করতে গিয়ে এক মার্কিন তরুনীর প্রেমে পড়ে যায়।

 যার ফলে এই বইতে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মাঝে বিবাহ-সম্পর্কের সমস্যা ও সমাধানের কথা উঠে এসেছে।

 এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্নায়ূবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতিকে সামনে রেখে আগামীতে আমাদের জীবন কেমন হতে পারে সে সম্পর্কে হাস্যরসাত্মক ভবিষ্যদ্বাণী করা হয়েছে দুটি গল্পে।

ইহকালের জীবিতরা কীভাবে পরকালের ‘মৃত’দের সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে উপকৃত হতে পারবেন, তারও একটি বৈজ্ঞানিক সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে গল্পের একটি মাধ্যমে।

প্রসঙ্গত, আশরাফ আহমেদ বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নিয়মিত লেখক। ‘পরলোকে আমি’ বইটি তাঁর অন্যান্য বইয়ের সাথে পাওয়া যাচ্ছে সহরোয়ার্দি উদ্যানে ঢাকার বইমেলায়, প্রকাশক ‘আগামী প্রকাশনী’র এক নম্বর প্যাভিলিয়নে।

ওয়াই এ/এডিবি