ন্যাভিগেশন মেনু

অর্ধকোটি ছাড়ালো মুশফিকের ব্যাটের দাম


করোনায় অসহায়দের জন্য নিজের ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রাহিম। এই ব্যাট বিক্রির সম্পূর্ন টাকা করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন তিনি।

৬ লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে ৯ মে রাতে নিলামে তোলা হয় ব্যাটটি। নিলাম শেষ হবে ১৪ মে (বৃহস্পতিবার) রাতে। সেই ব্যাটের নিলাম শেষ হতে আরও একদিন বাকি। তবে বেড়েই চলেছে মুশফিকের সেই ব্যাটের দাম। মুশফিকুর রহিমের সেই ব্যাটটির দাম ইতোমধ্যে অর্ধকোটি ছাড়িয়ে গেছে।

মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইফ। অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা সেই ব্যাটটির নিলামে বুধবার বেলা ১১টায় দেখা যায় ব্যাটটির দাম উঠেছে ৫০ লাখ ১৯ হাজার ৪ টাকা, এবং বিডের সংখ্যা ৬৫টি।

প্রসঙ্গত, ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। নিলামে তোলা এ ব্যাটটি দিয়ে তিনি খেলেছিলেন ঠিক ২০০ রানের ইনিংস, যা ছিল দেশের ইতিহাসে টেস্টে প্রথম কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি স্পর্শের নজির।

এমআইআর/ এডিবি