ন্যাভিগেশন মেনু

অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সোমবার (২ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ৮টার দিকে এ গোলাগুলি শুরু হয়।

নগরীর প্রধান ইহুদি উপাদনালয়ের কাছে এ হামলা হলেও উপাসনালয়টি হামলার লক্ষ্য কিনা তা নিশ্চিত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মধ্য ভিয়েনার অন্তত ছয়টি যায়গায় হামলা চালিয়েছে হামলাকারীরা।’

এ হামলাকে দেশটির চ্যান্সেলর সেবাস্তিযান কার্জ এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডিগ বলেন, ‘গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।’

এমআইআর/ওআ