ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে বাংলাদেশের জয়


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৫ম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে ৪-০ ব্যবধানের ঐতিহাসিক জয় বাংলাদেশের।

সোমবার (৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৬৩ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ৬০ রানের জয়ে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বনিম্ন ৬৩ রানে অলআউট করার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ।

এর আগে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৭৯ রান। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল তারা। এছাড়া ওভারের দিক থেকেই এটা দলটির সংক্ষিপ্ততম ইনিংস। সবমিলিয়ে মাত্র পঞ্চমবার একশ রানের নিচে অল আউট হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশের করা ১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ওপেনিংয়ে নামেন নিয়েল ক্রিস্টিয়ান ও ম্যাথু ওয়েড। নাসুম আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ব্যাক্তিগত ৩ রানে সাজঘরে ফেরেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

এরপর পুরো সিরিজে অজিদের পক্ষে দারুণ খেলা মার্শকে দলীয় ১৭ রানে নিজের দ্বিতীয় উইকেটের শিকার করেন নাসুম। ম্যাকডারমটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ম্যাথু ওয়েড। কিন্তু অজি অধিনায়ককে ২২ রানের বেশি করতে দেননি সাকিব।

নিজের প্রথম ওভারেই ১৭ রান করা ম্যাকডারমটকে ফেরান রিয়াদ। এরপর মাত্র ৬ বলের মাঝে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। একই ওভারে অ্যালেক্স ক্যারি ও ময়জেস হেনরিকসকে আউট করেন সাইফউদ্দিন। এরপর টার্নারকে সাজঘরে ফেরান সাকিব। এর মাধ্যমে দেশের হয়ে টি-২০তে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

দলীয় ৫৬ রানে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাইফউদ্দীনের তৃতীয় শিকারে পরিণত হন আগার। এরপরের ওভারেই নিজের শেষ ওভারের প্রথম বলেই ইলিসকে নিজের তৃতীয় ও চতুর্থ বলে এডম জাম্পার উইকেটটি তুলে নিয়ে অজিদের অলউইট করেন সাকিব।

এর সুবাদে শেষ পর্যন্ত ১৩.৪ ওভারেই অল আউট হয়ে যায় অজিরা। বাংলাদেশের পক্ষে একাই ৪ উইকেট নেন সাকিব। এছাড়া সাইফউদ্দিন ৩টি ও নাসুম দুটি উইকেট শিকার করেন।

এমআইআর/ওআ