ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের ১৩২ রানের লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৫ রানে প্রথম উইকেট আর ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিরে যান সৌম্য সরকার (২) ও মোহাম্মদ নাঈম (৩০)।

পরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ (২০)। ৩৬ রান এনে দেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।

ওআ/