ন্যাভিগেশন মেনু

অস্ট্রেলিয়া উপকূলে ৯০ তিমির মৃত্যু


অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে আটকেপড়া ২৭০টি তিমির মধ্যে অন্তত ৯০টির মৃত্যু হয়েছে।আরও অনেকগুলো তিমি মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) তাসমানিয়ার পশ্চিম উপকূলে বহু সংখ্যক তিমির আটকেপড়ার ঘটনাটি প্রকাশ পায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটকেপড়া পাইলট তিমিগুলোর মধ্যে যেগুলো এখনও বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা। এতে কয়েকদিন লেগে যেতে পারে। তবে, কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা জানা সম্ভব হয়নি।

তাসমানিয়ান মেরিটাইম কনজারভেশন প্রোগ্রাম এর বিজ্ঞানীরা জানিয়েছেন, দ্বীপের ম্যাককুয়েরি হেডস নামক একটি এলাকাজুড়ে তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে, দ্বীপের একটি প্রত্যন্ত অন্তরীপের এই এলাকাটিতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই এবং জলযানও ওই এলাকায় খুব কম যায়।

বন্যপ্রাণী বিষয়ক জীববিদ ড. ক্রিস কার্লিয়ন জানান, 'তুলনামূলকভাবে অধিকাংশ প্রাণীই দুর্গম স্থানে আছে।'

পাইলট তিমি ৭ মিটার (২৩ ফুট) পর্যন্ত লম্বা এবং এর ওজন তিন টন পর্যন্ত হতে পারে।

এদিকে, এই এলাকায় তিমি আসা সাধারন ঘটনা হলেও ২০০৯ সালের পর থেকে এতো তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।

এস এ /এডিবি