ন্যাভিগেশন মেনু

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান আর নেই


অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক, ব্যাটসম্যান ও ৩৩তম টেস্ট অধিনায়ক ব্যারি জারমান আর নেই।

শুক্রবার (১৭ জুলাই) অ্যাডিলেডে দীর্ঘ রোগভোগের পর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৫৯ সালে সাবেক উইকেট কিপার, ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেন ব্যারি জারমান। তবে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করেছেন একটি ম্যাচেই। নির্ভরযোগ্য উইকেটরক্ষক এবং কার্যকরী লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাউথ অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা ছিলেন জারমান।

১৯৫৯ সালে ২৩ বছর বয়সে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অভিষেক হয় জারমানের। এরপর প্রায় তিন বছরে ছয়টি সিরিজে ২৭ টেস্টে গ্রুটের রিজার্ভ কিপার হিসেবেই থাকতে হয়েছে জারমানকে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পান দ্বিতীয় ম্যাচ খেলার।

ভারতের বিপক্ষেই ১৯৬৭-৬৮ সালের সিরিজ থেকে নিয়মিত খেলার সুযোগ মেলে তার।

১৯৬৮ সালে ইংল্যান্ডে অ্যাশেজে অজিদের দায়িত্ব ভার কাঁধে নেন। নিয়মিত অধিনায়ক বিল লরি ইনজুরিতে থাকাতেই এই সুযোগ মেলে।

১৯৬৯ সালেই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেন জারমান।

মাত্র ১৯ টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারেই নিজ দেশকে নেতৃত্ব দেয়ার সম্মানটাও পেয়ে যান ব্যারি জারমান।

১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫টি টেস্ট ও ২৮ ওয়ানডেতে রেফারিং করেছেন। অস্ট্রেলিয়ার ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাব।

ওয়াই এ/ এডিবি