ন্যাভিগেশন মেনু

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে জুমের মাধ্যমে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার (১৬ আগস্ট) অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম সামাদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অনলাইনে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশী।

সভায় আরও বক্তব্য রাখেন - শফিকুর রহমান অনু (অকল্যান্ড), এমদাদ হক, লাইলাক শহীদ, ফয়সাল মতিন, ইহতেশামুল কবির পিকলু, অনুপ মন্ডল, মশিউর রহমান হৃদয়, মোহাম্মদ মুনীর হোসেন, আইভি রহমান, নোমান শামীম, তারিক বাপ্পী, মামুন হক, জামির আহমেদ, মেহেদী হাসান, অভিক সরকার, ওবায়েদুল হক, রাকসান্দ কামাল, ফাহাদ আসমার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় বানিজ্য মন্ত্রী বলেন, 'পচাঁত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শ ও চেতনাকে হত্যার করার অপচেষ্টা করেছে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্তে মেতেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একুশ বছরে তারা বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছে। সেখান থেকে উন্নয়নের ধারায় তুলে এনে আজ বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য কাজ করে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো। 

সভায় অন্যান্য বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পেছনের রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক কারণগুলো উন্মোচন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে ফ্যাক্টস ফাইন্ডিং মিশন গঠন করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগের আদর্শ, ভোগের নয়। যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দেশে-বিদেশে দুর্নীতি-প্রতারণার সাথে জড়িত, তাদের দলের সর্বস্তর থেকে বহিষ্কার করে দলে শুদ্ধি অভিযানের দাবি জানান। আবার রাজনীতিবিদদের মাথায় কাঠাল ভেঙ্গে, ব্যর্থতার দায় চাপিয়ে বাংলাদেশের কতিপয় আমলা ক্ষমতার অপব্যবহারসহ দেশের সম্পদ বিদেশে পাচারের সাথে জড়িত। তাদের অনেকেই দুর্নীতিবাজ শাহেদদের গডফাদার। অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। 

মুজিববর্ষে আয়োজিত এবারের এই শোকসভায় সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে হবে। বৈশ্বিক মহামারির প্রেক্ষিতে করোনা পরিস্থিতি সাহস এবং দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। 

বাংলাদেশের চলমান উন্নয়নকে টেকসই করবার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আহবান জানানো হয়।

সভায় বক্তারা সব ধরনের বিভেদ ভুলে অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সকল কর্মীদের প্রতি আহবান জানান।

এডিবি/