ন্যাভিগেশন মেনু

অস্ট্রেলিয়া থেকে ফিরেই কোয়ারেন্টাইনে দুই ক্রিকেটার


অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষে মঙ্গলবার (১৭ মার্চ) দেশে ফিরেছেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী।

তাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।

সরকারের নির্দেশনা অনুযায়ি দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবাশিষ চৌধুরী নিজেই।

এ প্রসঙ্গে শুক্রবার (২০ মার্চ) মৃত্যুঞ্জয় বলেছেন, ‘করোনাভাইরাস আতঙ্ক নিয়ে দেশে ফিরেছি। বিমানবন্দরে আমার পরীক্ষা-নিরীক্ষার বিশেষ ব্যবস্থা ছিল। সবকিছু ঠিক আছে, আমি এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে আছি। যেহেতু বিদেশ থেকে ফিরেছি, যতটুকু সাবধানে থাকা যায়। এই মুহূর্তে সচেতনতা খুব জরুরি। ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আশা করি দ্রুততম সময়ে বিশ্ব থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

দেবাশিষ চৌধুরী বলেন, ‘এই ব্যাপারটা মানতেই হবে। সেলফ-কোয়ারেন্টাইন সচেতনতার অংশ। কেবল নির্দেশনার জন্যই আছি, তা না। ওটা তো আছেই, আমি নিজে থেকেই সচেতন আছি, যেন আমার কারণে অন্য কারও সমস্যা না হয়। সাদমান আছেন ঢাকার বাসায়। মৃত্যুঞ্জয় চলে গেছেন সাতক্ষীরায় তার গ্রামের বাড়ি। সাদমান, মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচার তদারকি করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।’

তিনি ফিরেছেন আগেই। ফিরেই তিনিও নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন। এছাড়া বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদও বিদেশ থেকে ফেরার পর নিজেকে বাকি সবার থেকে আলাদা করে রেখেছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে তাদের শরীরে কোন উপসর্গ দেখা না দিলে তারা প্রত্যেকেই স্বাভাবিক চলাচল করতে পারবেন।

প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে করোনা আক্রান্তে সংখ্যা ৩ জন বেড়ে ২০ জনে পৌঁছেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও দুইজন পুরুষ।

ওআ /এডিবি

আরো পড়ুন: