NAVIGATION MENU

অ্যাকশন ফিল্মে অভিনয় করতে চাই: অনন্যা পাণ্ডে


বলিউড সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। পরিচালক মকবুল খান পরিচালিত ‘খালি পিলি’ ছবিতে অন্য চরিত্রে দেখা গিয়েছে অনন্যাকে। মিষ্টি, নরম স্বভাবের মেয়ের খোলস ছেড়ে তিনি ধারালো হয়ে উঠেছেন এই ছবিতে।

শুধু তাই নয় এবার অ্যাকশন করতেও দেখা গিয়েছে তাঁকে। আর সেই কারণেই এবার অ্যাকশন ছবিতে অভিনয় করার ঝোঁক পড়েছে অভিনেত্রীর।

‘খালি পিলি’ ছবির সাফল্যের পর এই ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছেটা আরও বেড়ে গিয়েছে অনন্যার।

এই বিষয়ে অনন্যা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “অ্যাকশন ফিল্মে অভিনয় করাটা আমার জন্য খুব নতুন ছিল। তবে করার পর দারুণ লেগেছে আমার। পরভেজ ভাই আর ওঁর টিম পুরো ব্যাপারটা আমার জন্য অনেক সহজ করে তুলেছিলেন। তাই আমি আরও অ্যাকশন ফিল্মে অভিনয় করতে চাই”।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে মকবুল খান পরিচালিত ‘খালি পিলি’ ছবিটি মুক্তি পেয়েছিল। তবে মুক্তি পাওয়ার পরই যেন ট্রোলের একটা ঢেউ এসে ধাক্কা মারে ছবিটিকে। কারণ একটাই, অনন্যা আর ইশান খট্টর দু’জনেই তথাকথিত ‘নেপোকিড’।

এছাড়া, ফিল্মমেকিংয়ের জন্যও সমালোচিত হয় ‘খালি পিলি’। তবে এই ছবিটি অনন্যার কাছে স্পেশাল। নিজেকে নতুন করে এক্সপ্লোর করেছেন তিনি এখানে। তিনি বললেন, “পূজা যেভাবে নিজের জন্য লড়াই করে, যে কোনও প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে এগিয়ে আসে, সেটা দেখেই আমি চরিত্রটা করতে আগ্রহী হই। পুরো হিন্দি ছবির হিরো পূজা”।

ওআ/