ন্যাভিগেশন মেনু

অ্যাম্বুলেন্স আছে চালক নেই, দুর্ভোগে রোগীরা


নওগাঁর আত্রাই উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে অ্যাম্বুলেন্সের চালক না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা।

ফলে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে করে রোগী পরিবহন করতে হচ্ছে।

কর্মকর্তাদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও উপজেলার সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আসলাম পারভেজ টিপু গত সেপ্টেম্বরের ১ তারিখে বদলী হয়ে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। তিনি বদলী হওয়ার পর দীর্ঘ প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোন অ্যাম্বুলেন্স চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই সময় থেকে পদটি শূন্য রয়েছে।’

দীর্ঘদিন যাবত অ্যাম্বুলেন্সের চালক না থাকায় সরকারি এই অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোখসানা হ্যাপি বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালকের পদ শূন্য হওয়ার সাথে সাথে আমি এখানে একজন চালক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানিয়েছি। এ ছাড়াও একাধিকবার মৌখিকভাবে আমি তাদের জানিয়েছি। তারা নিয়োগ না দিলে আমার করার কিছু নেই।’

বি এ/ ওয়াই এ/এডিবি