ন্যাভিগেশন মেনু

আইটি দক্ষ কর্মী তৈরীতে পিপল এন টেকের চুক্তি


আইটি সেক্টরকে  উপযোগী করতে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলাজি (ইউএসটিসি) যুক্তরাষ্ট্রে  খ্যাতি অর্জনকারি ‘পিপল এন টেক’র সাথে  শিক্ষা-বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

‘দক্ষ হলেই জীবন যুদ্ধে জয়ী হবার পথ সুগম হয়’ স্লোগানটিকে সামনে রেখে নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডে পিপল এন টেকের ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন পিপল এন টেকের পরিচালক ড. সৈয়দ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মিলন এবং ম্যানেজার সাঈদ আলম সুমন । 

পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ চুক্তি স্বাক্ষরের পর বলেন, এই চুক্তি অনুযায়ী বিশেষ কারিক্যুলাম পিপল এন টেকের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে।

যুক্তরাষ্ট্রের আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র সাথে একই ধরণের চুক্তির প্রক্রিয়ায় রয়েছে ইউ ল্যাব-সহ বাংলাদেশের আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

এ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের মেধাবি ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইটি কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির পথ সুগম হবে।

চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে ইউএসটিসির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শাহাদৎ হোসেন প্রেক্ষাপট উপস্থাপন করছেন। পাশে পিপলএনটেকের কর্মকর্তারা। ছবি-এনআরবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন জানান, তথ্য-প্রযুক্তির এ যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মেধাবি ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, জাতীয় অধ্যাপক ড. নূরল ইসলামের প্রতিষ্ঠিত ইউএসটিসি হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারী ইউনিভার্সিটি। এবং যুক্তরাষ্ট্রের খ্যাতিসম্পন্ন পিপল এন টেকের সাথেও সর্বপ্রথম এ ধরনের একটি সময়োপযোগী কারিক্যুলামের জন্যে চুক্তিবদ্ধ হলো।

ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকার গ্রিনরোডে ক্যাম্পাস রয়েছে। সম্প্রসারণ এর জন্য ধানমন্ডিতেও নতুন ক্যাম্পাস করা হচ্ছে।

 এছাড়াও ভার্জিনিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ছাড়াও পিপল এন টেকের ক্যাম্পাস রয়েছে ভারত এবং বাংলাদেশে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নামে একটি বৃত্তি ঘোষণা করেছে পিপল এন টেক। শতাধিক নারী-পুরুষ সেই বৃত্তি পাবেন অর্থাৎ ৪ হাজার ডলারের কোর্স তারা বিনামূল্যে গ্রহণ করতে সক্ষম হবেন।

এছাড়া, আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যেও স্থায়ী একটি বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে এই সংস্থা।

সুত্রঃ এনআরবি নিউজ, নিউইয়র্ক

এস এ /এসএস