ন্যাভিগেশন মেনু

আইপিএল'র ১৪তম আসরের পর্দা উঠবে আজ


ভারতের চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের পর্দা উঠবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।

শুক্রবার (৯ এপ্রিল) উদ্বোধনী প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

করোনা মহামারির মধ্যেই আবারও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তাপ।

জানা গেছে, কোয়ারেন্টিনে থাকার কারণে আসরের প্রথম ম্যাচ নিজেদের দলের হয়ে খেলতে পারবেন না অনেক তারকা ক্রিকেটার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কোয়ারেন্টিন পর্ব চলার মধ্যেই তাদের দলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। টিম হোটেলে বন্দিদশাতেই সেই খেলা উপভোগ করা ছাড়া উপায় নেই তাদের। এ তালিকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আছেন।

আইপিএল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টিন পালন করতে হবে সব ক্রিকেটারকে। করোনা নেগেটিভ হলে সাতদিন পরেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

ওয়াই এ/এডিবি/