ন্যাভিগেশন মেনু

আইপিএল নিয়ে জমজমাট জুয়া, গ্রেপ্তার ৯


সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় আইপিএল কেন্দ্রীক অনলাইন জুয়ার জমজমাট আসর থেকে ৯ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানায় র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সবসময়ই তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে জানা যায়, অবৈধভাবে আশুলিয়া থানাধীন পশ্চিম বাইপাইল এলাকায় কিছু অসাধু লোকজন আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। সেই জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ১ টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ৯ টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ হেলাল (৩৯), হাফিজুর রহমান (৩৫), রুবেল মিয়া (২০), মোঃ হিরা (২৮), আবুল কালাম ওরফে আজাদ (৩৫), মোঃ পারভেজ (২৮), মোঃ বাহারুল (৩০), রনি মিয়া (৩২) এবং মোঃ আজিজ ওরফে সবুজ (২৬)।

র‌্যাব বলছে, গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের সত্যতা স্বীকার করেছে। তারা আইপিএল শুরু হওয়ার পর থেকেই আইপিএল ভিত্তিক অনলাইন  জুয়া খেলে আসছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওআ/