ন্যাভিগেশন মেনু

আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর


মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ধোঁয়াশা কেটে গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ১৩ তম আসরের বল  মাঠে গড়াতে চলেছে ১৯ সেপ্টেম্বর।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, ‘ মহামারি করোনা পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট করার ভাবনা।’ 

বিসিসিআই সূত্রে আরও জানা যায়, ‘১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল’র ঢাকে বাড়ি পড়বে আর ৮ নভেম্বর টুর্নামেন্ট ফাইনাল। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজায় হবে। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচগুলো আয়োজন করা হবে।’ 

ইতোমধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ‘ আইপিএল- এ ডাবল লেগ হিসেবে প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে দু'বার করে খেলবে।’ 

এদিকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য দুটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে দুবাইতে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানেই অনুশীলন করবে। আগামী ২০ আগস্টের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করে দেবে সংযুক্ত আরব আমিরাতে।

প্রসঙ্গত, ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম মৌসুম শুরুর থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল।

ওয়াই এ/ এডিবি