ন্যাভিগেশন মেনু

জাতীয় অর্থ বাজেট ২০২১-২২

আইসিটিতে বরাদ্দ ১৭২১ কোটি


২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহত বাজেটও বটে

এবারের বাজেটে আইসিটি বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৭২১ কোটি টাকা। গত অর্থবছরে এ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৪১৫ কোটি টাকা। সেই হিসেবে এবারের বরাদ্দ প্রস্তাব ৩০৬ কোটি টাকা বেশি।

তবে গেল অর্থবছরে সংশোধিত বাজেটে আইসিটি বিভাগের বরাদ্দ ছিল এক হাজার ৩১ কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের বরাদ্দ প্রস্তাব ৬৯০ কোটি টাকা বেশি। অর্থ্যাৎ গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার আইসিটি খাতে ৬৬ শতাংশ বেশি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সিবি/ওআ