ন্যাভিগেশন মেনু

আইসিসি ক্রিকেটকে ধ্বংস করেছে: শোয়েব আখতার


কদিন আগেও নিজ দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধে কথা বলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক তারকা। তার মতে, গত দশ বছরে ক্রিকেটটে ধ্বংস করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তারা কেবল ব্যাটসম্যানদের সুবিধার জন্য কাজ করে।

ইএসপিএন ক্রিকইনফোর পডকাস্টে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে সংলাপের সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা নিয়ে এমন মন্তব্য করেন শোয়েব।

শোয়েব স্পষ্ট করে জানান, আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ দিয়েছে যাতে ক্রিকেটটাই শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে।

শোয়েব আরও বলেন, একটা কথা বলতে পারি কি? আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে ওরা এই কাজটা করে আসছে। যেমনটা চেয়েছিল তেমনটাই করেছে আইসিসি। আমার তো মনে হয় ওভার পিছু বাউন্সারের সংখ্যা বাড়ানো উচিত। যখন দুটো নতুন বলে খেলা হয় ওয়ানডে। ৩০ গজ বৃত্তের বাইরে মোটে চার জন ফিল্ডার থাকে! আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো , গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই সচিন বনাম শোয়েবের লড়াই কোথায়?

ওআ/