NAVIGATION MENU

আইসোলেশনে সালমান খানসহ পুরো পরিবার


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের গাড়ি চালক অশোক। গাড়ির চালকের পাশপাশি অভিনেতার বাড়ির আরও দুই কর্মী আক্রান্ত হন এই ভাইরাসে।

আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। কোভিডে আক্রান্ত হওয়ার পরেই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন সালমান খান এবং অন্যান্য সদস্যরা। তবে সালমান খান এখনো সুস্থ রয়েছেন বলে জানান অভিনেতা নিজেই।

বর্তমানে ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান খান। নিজেকে গৃহবন্দি করার ফলে বিগ বসের শুটিং ‘ভাইজান’ কীভাবে করবেন বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সালমানের পুরো পরিবার সেলিম খান এবং সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য প্রতিবারের মতো এবারো মুখিয়ে ছিল। কোভিডের আচমকা হানায় এবার ওই অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে রাধের শুটিং সবে সবে শেষ করেছেন সালমান খান। এই সিনেমায় সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিশা পাটানি।

ওআ/