ন্যাভিগেশন মেনু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. ইনাম আহমেদ চৌধুরী


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. ইনাম আহমেদ চৌধুরী। রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে শাসকদল আওয়ামী লীগের কমিটিতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ৪১জনে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর, অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

আরো পড়ুন :

জঙ্গিরা ফের মাথাচাড়া দিতে পারে: নাসিম

ড. ইনাম আহমেদ চৌধুরী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপর বইও লিখেছেন তিনি। মূলত তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে মনোনয়ন না পাওয়ায় বিএনপি ছাড়ার কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেছেন। গত নির্বাচনে তাঁর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আব্দুল মুক্তাদির।

এমআইআর / এসএস