ন্যাভিগেশন মেনু

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মী, গৃহবধূ ও এক পল্লী চিকিৎসকসহ তিন জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) জেলার শালিখা ও লোহাগড়া উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন, শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের মিল্টন মজুমদারের স্ত্রী ব্র্যাক কর্মী স্বর্ণা মজুমদার (৩৫), তার ভাই সুব্রত মজুমদারের স্ত্রী সাথী মজুমদার (৩৬)  ও নড়াইলের লোহাগড়া উপজেলার কলিনগর গ্রামের পল্লী চিকিৎসক আহাদ আলী (৫৫)।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের মিল্টন মজুমদারের স্ত্রী ব্র্যাক কর্মী স্বর্ণা মজুমদার ও তার ভাই সুব্রত মজুমদারের স্ত্রী সাথী মজুমদার আত্মীয়বাড়ি যাওয়ার জন্য বিকেলে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি  সবজিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্মবরত চিকিৎসক স্বর্ণা মজুমদারকে মৃত ঘোষণা করেন। পরে সাথী মজুদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কামারখালী এলাকায় পৌঁছালে তারও মৃত্যু হয়।

অপরদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার কলিনগর গ্রামের পল্লী চিকিৎসক আহাদ আলী মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকায় রোগী দেখতে ফেরার পথে তাকে বহনকারী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দেয়। পথচারীরা আহাদ আলীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসকে/এডিবি