ন্যাভিগেশন মেনু

আগামী তিনদিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা


ঘূর্ণিঝড় আমফানের পর প্রায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লেগেই আছে। এরইমধ্যে কালবৈশাখী নিয়ে আবারও দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৭ মে)  আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী তিনদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় , বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে সেটা একটানা না হয়ে থেমে থেমে হবে। এই পরিস্থিতিতে দেশের উপকূল অঞ্চলগুলোতে কম উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। এজন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিরাজ করছে বায়ুচাপের তারতম্যের আধিক্য।

ওআ/