ন্যাভিগেশন মেনু

আগামী তিন দিন থাকছে বৃষ্টির সুখবর


আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে  আগামী তিন দিন বৃষ্টি/বজ্রবৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া রয়েছে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অবশিষ্ট এলাকার উপর বিস্তার লাভ বিস্তার লাভ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুর এবং ভোলা অঞ্চলসহ খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে তা প্রশমিত হতে পারে।

মৌসুমি বায়ু প্রসঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল,চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।


এমআইআর / এসএস