ন্যাভিগেশন মেনু

আগামী সপ্তাহেই শীত বিদায়!


এ শীত মওসুমে তার আয়ু নাকি নাকি আর এক সপ্তাহ। এ খবরে কপালে ভাঁজ পড়েছে শীতপ্রেমিদের। কেননা মকর সংক্রান্তি কেটেছে সবেমাত্র। আর তারই মাঝে শীত বলে পালাই পালাই।

পূর্বাভাসের খবর সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা। যা শুনেই মন খারাপ শীতবিলাসীদের।

সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলো হলো –শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী বিভাগের বদলগাছী ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

নতুন বছর শুরুর কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে গিয়েছিল শীত। পৌষেও গ্রীষ্মের আমেজ উপভোগ করতে পারছিলেন মানুষ। গরম জামাকাপড়, কম্বল দেখেই ঘামে ভিজছিল শরীর। অনেকেরই মন খারাপ মরশুমের মতো ব্যাটিং শেষ হতে চলেছে।

এস এস