NAVIGATION MENU

আগামী ৭২ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা


চলতি মাসের ৩, ৪ ও ৫ তারিখে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,  ঢাকাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এদিকে বুধবার ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।  আর এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

টানা সপ্তম দিনের মতো তাপপ্রবাহ বইছে। আজ রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় বয়ে যাবে মৃদু বাতাস। হালকা বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে। কিন্তু পরবর্তীতে তাপপ্রবাহ ঠিক থাকবে।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, সন্দ্বীপ, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, কক্সবাজার, মোংলা, যশোর, খেপুপাড়া ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও  রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে ঢাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে এই ২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ওয়াই এ/ এডিবি