ন্যাভিগেশন মেনু

আগুন পোহাতে গিয়ে ঝলসে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার মৃত্যু


ঠাকুরগাঁওয়ে তৃতীয় দফা শৈত্য প্রবাহ শুরু হয়েছে। শীতের কামড় থেকে বাঁচতে শীত নিবারন করার জন্য আগুন পোহাতে গিয়ে ঝলসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবারও সকাল ১১ টা পর্যন্ত চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে। নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালায়।

এদিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাতে গিয়ে আগুনে ঝলসে গিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের রওশন আলীর স্ত্রী  আসমতি বেওয়া (৭০) মারা গেছে।

সোমবার সকালে আগুনে ঝলসে গিয়ে সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে তৃতীয় দফা শৈত্য প্রবাহ শুরু হয়েছে।সোমবার সারাদিন সুর্যের মুখ দেখা যায়নি।তার উপর উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কাতর হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, সকালে  কনকনে ঠান্ডা নিবারনের জন্য আগুন পোহাতে বসেন বৃদ্ধা আসমতি বেওয়া।অসাবধানতাবশত: তার কাপড়ে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে বৃদ্ধার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে তাকে ঢাকায় নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি মারা যান।

আগুনে পুড়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

এস এ  / এস এস