ন্যাভিগেশন মেনু

আজমিরীগঞ্জ বাজারে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


হবিগঞ্জের আজমিরীগঞ্জের লাল মিয়া বাজারে পেট্রোলের দোকানে আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও অন্য উপজেলা থেকে দমকল বাহিনী গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজমিরীগঞ্জের লাল মিয়া বাজারে একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, ব্যবসায়ীরা দাবি করছেন ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের। তবে পুলিশের পক্ষ থেকে এখনও ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, আজমিরীগঞ্জে কোন ফায়ার সার্ভিস নেই। সেজন্য বানিয়াচং থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ করেছেন।

বি এ/ ওয়াই এ/এডিবি