ন্যাভিগেশন মেনু

পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর জন্মদিন আজ


পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর শুভ জন্মদিন আজ ১২ অক্টোবর। ১৯২৭ এইদিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। এহতেশাম হায়দার এক কালজয়ী চলচ্চিত্রকার। তার হাত ধরে শোবিজে আসে এক ঝাঁক তারকা।

পুরান ঢাকার বংশালের সন্তান এহতেশাম হায়দার চৌধুরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন। কিন্তু চাকরি ছেড়ে পা রাখেন চলচ্চিত্রের ঝলমলে জগতে। হয়ে উঠেন সিনেমা ভুবনের ক্যাপ্টেন।

তিনি ১৯৫৯ সালে "এ দেশ তোমার আমার" চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তী কালে তিনি রাজধানীর বুকে (১৯৬০), চকোরী (১৯৬৭), চান্দা (১৯৬২), নতুন সুর (১৯৬২), সাগর (১৯৬৫)। 

তিনি ২০০২ সালে মৃত্যুবরণ করেন। উর্দু নির্মাতাদের সাথে প্রতিযোগিতা করে তৈরি করেছিলেন চকোরী। বক্স অফিসে ভেঙেছিলেন সব রেকর্ড।

তার নির্মাণ শৈলী দেখে পাকিস্তানের ডন পত্রিকায় লেখা হয়েছিল, সিনেমা বানানো শিখতে হলে সিনেমার তীর্থস্থান ঢাকায় যাও। এহতেশামকে বলা হতো তারকা তৈরির কারিগর। তার সিনেমায় অভিনয় করে পাকিস্তানের নাদিম হন সুপারস্টার।

সিবি/এডিবি