ন্যাভিগেশন মেনু

আজ ১৫৮তম রবীন্দ্রজয়ন্তী


“ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের ও মন্দিরে।“কবি গুরু রবীন্দ্রনাথের রেখে যাওয়া এই গানের মতনই ভালোবেসে আজ উদযাপিত হচ্ছে শ্রেষ্ঠকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী।

আজ বুধবার, পঁচিশে বৈশাখ। ‘হে নূতন, দেখা দিক আর-বার/ জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক/ কুহেলিকা করি উদ্ঘাটন/সূর্যের মতন।কবিগুরু নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন।  

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে কবি গুরু জন্মেছিলেন । মা সারদাসুন্দরী দেবী এবং বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। শৈশবে তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নরম্যাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন।

তিনি ৮ বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড যান। ১৮৭৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন।

১৮৮৩ সালের মৃণালীনি (ভবতারিণী) দেবীর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর মধ্যেই তিনি সাহিত্যচর্চা চালিয়ে যান।

রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে ১৯১৩ সালে নিয়ে আসেন সাহিত্যে নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে।    

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এবারের মূল অনুষ্ঠান হচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে।শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বুধবার বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলা একাডেমি আজ বেলা ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্র পদক -২০১৯ প্রদান, একক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হবে।