ন্যাভিগেশন মেনু

আটক চিনা সেনাকে ফিরিয়ে দিলো ভারত


লাদাখ সীমান্তে ভারতের হাতে আটক চিনা সেনাবাহিনীর এক সদস্যকে ফিরিয়ে দিয়েছে ভারত।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চিনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) কাছে হস্তান্তর করে ভারতীয় বাহিনী।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, লাদাখ সীমান্তের দেমচক এলাকা থেকে চিনা সেনা সদস্য করপোরাল ওয়াং ইয়া লোনকে আটক করা হয়েছে। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটকের কথা জানায় ভারত। তার কাছ থেকে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়ার কথাও জানানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর হাতে তুলে দেওয়া হবে।

পিপল’স লিবারেশন আর্মি ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে তাকে চিনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতীয় সেনা বিবৃতির পর সোমবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল, পশুপালকদের সহায়তা করার সময় রবিবার সন্ধ্যায় ওই সেনা সদস্য পথ হারিয়ে ফেলেন। তার নিখোঁজ হওয়ার বিষয় ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয় বলেও দাবি করে চিনা কর্তৃপক্ষ।

চিনা সেনাবাহিনীর এক মুখপাত্র ঝাং সুইলি জানান, পরে ভারতীয় কর্তৃপক্ষ ওই সেনা সদস্যকে খুঁজে পাওয়ার কথা বেইজিংকে জানায়। এছাড়া মেডিকেল পরীক্ষার পর তাকে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

এস এ /এডিবি