ন্যাভিগেশন মেনু

আদালতের রায়ে খুশি ব্র্যাড, নারাজ জোলি


হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবেসে বিয়ে করেন তারা। যদিও তাদের সংসার বেশি দিন টেকেনি। পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর তাদের সন্তানদের অভিভাবকত্ব নিয়ে শুরু হয় ঝামেলা। শেষমেষ আদালতের দারস্থ হন তারা। সম্প্রতি এ নিয়ে একটি শুনানিতে সন্তানদের দেখভালের অর্ধেক দায়িত্ব পেয়েছেন ব্র্যাড। খবর গার্ডিয়ান’র।

তবে বিষয়টি ভালোভাবে নেন জোলি। তিনি বিচারকের কঠোর সমালোচনা করেছেন।

ব্রাড পিট ও জোলির সংসারে ছয় সন্তান। পিট চাইছিলেন সন্তানদের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে। কিন্তু তাতে রাজি হচ্ছিলেন না জোলি। অবশেষে বিচারক রায় দিয়েছেন ৫৭ বছর বয়সী অস্কার জয়ী অভিনেতা পিটের পক্ষেই।

জোলি-পিটের সন্তান ও তাদের পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে বিচারক আউডারকির্ক রায় দেন। তবে জোলি অভিযোগ করেছেন, রায় দেওয়ার আগে তার সন্তানদের নিরাপত্তা ও ভাল থাকার জন্য প্রয়োজনীয় প্রমাণ-সাক্ষ্য শুনতে অস্বীকার করেছেন ওই বিচারক।

১২ বছর সংসার করেছেন পিট ও জোলি। তবে বিয়ের ২ বছরের মাথায় তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সন্তানদের হেফাজতের বিষয় সম্পর্কিত রায় পিটের পক্ষে এলেও আইনি লড়াই চালিয়ে যাবেন জোলি।

ওআ/