ন্যাভিগেশন মেনু

আন্তঃক্লাব টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কা


এশিয়ার অন্যান্য দেশের তুলনায় করোনার সংক্রমন কম হওয়ায় দর্শকশূন্য মাঠে আন্তঃক্লাব টি-টোয়েন্টি আসর করতে যাচ্ছে শ্রীলঙ্কা। 

দীর্ঘ ৪ মাস পর আগামী মঙ্গলবার থেকে দেশটিতে শুরু হবে টি-টোয়েন্টির এই আসরটি।

এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, ‘আমরা ক্রিকেটার ও অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিব। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি আসর।’

এরআগে, বাংলাদেশ আর ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করে দেশটির ক্রিকেটাররা। তবে সিরিজ দুটি স্থগিত হওয়ায় বসে না থেকে দেশটিতে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির আসর।’

এমআইআর/ এডিবি