ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে রুম টু রিড-এর ভার্চুয়াল সংলাপ


‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুম টু রিড, বাংলাদেশ  আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২০ উপলক্ষে ‘করোনা পরিস্থিতি ও আমাদের কন্যাশিশুর ভবিষ্যৎ’ শীর্ষক এক ওয়েবিনার আয়োজন করেছে।

রবিবার (১১ অক্টোবর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া, ভার্চুয়াল সংলাপে স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার পাঠক্রমে যুগোপযোগী পরিবর্তন নিয়ে এসেছে। সেই সাথে মূল্যায়ন পদ্ধততি, শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণে পরিবর্তন নিয়ে এসেছে। সেই সাথে লাগসই প্রযুক্তি ব্যবহার, নারী- প্রতবিন্ধী-বান্ধব শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তৈরির কারণেই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবার এই ভার্চুয়াল সভায় একত্রিত হতে পেরেছি। 

ভার্চুয়াল সংলাপটির আহবায়ক রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার বক্তব্যে বলেন, ২০২০ মানবজাতির ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জযুক্ত বছর। করোনা মহামারির কারণে বিশ্বের প্রায় ১.৬ বিলিয়ন শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই শিশুদের ঘরে থাকাকালীন তাদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং স্কুলগুলি পুনরায় খোলা হলে তাদের যথাযথভাবে সহায়তা  করার জন্য আমাদের প্রস্তুত করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। 

রুম টু রিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে শিশুদের শিক্ষা সহায়তায় কাজ করে আসছে। 

এডিবি/