ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধে লাগবে আগাম অনুমতি


আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেশের বাইরে থেকে প্রতিটি কেনাকাটায় অনলাইনে অর্থ পরিশোধে ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে গ্রাহকদের থেকে প্রতিটি বৈদেশিক মুদ্রায় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নির্ধারিত একটি ফরম জমা নিতে হবে। তবে এ নির্দেশনায় দেশের আইটিখাতের অনেক উদ্যোক্তা ও ফ্রি-ল্যান্সিং এ যুক্ত তরুণরা সমস্যায় পরবেন বলে মনে করা হচ্ছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোও মনে করছে, বৈদেশিক প্রতিটি অনলাইন লেনদেনে গ্রাহকদের থেকে ফরম জমা নেয়ার কাজটি জটিলতা তৈরি করবে। এ বিষয়ে নিয়ে আইটিখাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিস, ব্যাংকারদের অ্যাসোসিয়েশন এবিবি কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করবে বলে জানা গেছে।

ওআ

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট