ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর


আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নুতন রেকর্ড করেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১০ এবং ১১১তম গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগালের অধিনায়ক।

এর আগে ইরানের আলি দাইয়ের সাথে যৌথভাবে রেকর্ডটি দখলে রেখেছিলেন তিনি। এ গোলের আগ পর্যন্ত দাই ও রোনালদোর গোল সংখ্যা ছিল ১০৯টি। এখন রোনালদোর গোল সংখ্যা ১১০টি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রোনালদোর জোড়া গোলে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। যার সুবাদে ১১১ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো।

একদিন আগেই ইউভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন রোনালদো। পরের দিনই জাতীয় দলের হয়ে দুরন্ত নৈপুণ্য প্রদর্শন করেন ৩৬ বছর বয়সী এ তারকা। যদিও ম্যাচের প্রথমার্ধে তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন। তার নেয়া পেনাল্টি বাঁচিয়ে দেন আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু।

এরপর জন এগান গোল করলে আয়ারল্যান্ড স্বপ্ন দেখতে থাকে অবিশ্বাস্য এক জয়ের। কিন্তু রোনালদো ৮৯ মিনিটে গোল করে সমতা ফেরানোর সাথে সাথে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি নিজের করে নেন।

ওআ/