ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রার ব্যবহার বেড়েছে


আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রা ইউয়ান বা আরএমবি’র ব্যবহার বেড়েছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না-পিবিসি জানায়, ২০২১ সালে আন্তর্জাতিক লেনদেনে আরএমবি’র ব্যবহার ৩৬.৬ ট্রিলিয়ন ইউয়ানে (৫.২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়, যা ২০২০ সালের তুলনায় ২৯ শতাংশ বেশি।

ফরওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের ডিসেম্বরে আরএমবি’র আন্তর্জাতিক পেমেন্ট শেয়ার ২.৭ শতাংশ পর্যন্ত বাড়ে। এর ফলে আরএমবি এ ক্ষেত্রে জাপানি ইয়েনকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম পেমেন্ট মুদ্রায় পরিণত হয়। আর চলতি বছরের জানুয়ারিতে আর এমবি’র পেমেন্ট শেয়ার ৩.২ শতাংশ পর্যন্ত বাড়ে, যা একটি রেকর্ড।

এ দিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)-এর হিসেবে অনুসারে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভে আর এমবি’র অংশ ছিল ২.৮৮ শতাংশ, যা ২০১৬ সালের ১.৮ শতাংশের চেয়ে বেশি। (সূত্র: সিএমজি)