ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে পদদলিত হয়ে প্রাণ গেলো ১৫ জনের


আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে ভিসার টোকেন নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারালেন ১৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বুধবার (২১ অক্টোবর) কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, ‘পাকিস্তানের ভিসা দেওয়ার জন্য মঙ্গলবার ওই দূতাবাস থেকে টোকেন দেওয়া হচ্ছিলো আফগানিস্তানের নাগরিকদের। এই টোকেন সংগ্রহ করতে সেখানকার একটি খালি মাঠে জমায়েত হয়েছিলেন কমপক্ষে তিন হাজার আফগান নাগরিক। অতিরিক্ত ভিড়ের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।’

প্রতি বছর কয়েক হাজার আফগান চিকিৎসা, শিক্ষা এবং চাকরির জন্য প্রতিবেশী দেশ পাকিস্তান ভ্রমণ করেন। দুই দেশ প্রায় ২ হাজার ৬০০কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।

এছাড়া, পাকিস্তানে প্রায় ৩০ মিলিয়ন আফগান শরণার্থী এবং অর্থনৈতিক অভিবাসী, যারা তাদের যুদ্ধবিধ্বস্ত দেশে সহিংসতা, ধর্মীয় নিপীড়ন এবং দারিদ্র্যতার কারনে আফগানিস্তান থেকে পালিয়ে গেছে।

কাবুলে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এমআইআর/এডিবি