ন্যাভিগেশন মেনু

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ স্থগিত


আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ।

সোমবার (২৩ আগস্ট) রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল টুইটারে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, নতুন সূচিতে আগামী বছর সিরিজটি খেলার চেষ্টা করা হবে।

আফগানিস্তানের হোম সিরিজে হিসাবে সিরিজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার কথা ছিল। কিন্তু সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হবে এইজন্য আফগানদের ফিরিয়ে দেয় আমিরাত। তখন শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু সেখানেও বাঁধে বিপত্তি।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা পাওয়ার পরে আফগানিস্তানের বিমানবন্দর অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ফলে নিজ দেশ থেকে শ্রীলঙ্কায় বিমান ভ্রমণ করা সম্ভব না।তাই সড়ক পথে পাকিস্তানে গিয়ে এবং তারপর পাকিস্তান থেকে বিমানে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কায় আবার কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকে। প্রথমে ভ্রমণ জটিলতা ও তারপর কোভিড-১৯- এসব মিলিয়ে শ্রীলঙ্কা ছেড়ে পাকিস্তানেই এই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধ পিসিবি গ্রহণ করেছে। এখানে বিভিন্ন ইস্যু জড়িয়ে- খেলোয়াড়দের মানসিক অবস্থা, কাবুলে ফ্লাইট বন্ধসহ আরও অনেক কিছু।’

সেই আরও অনেক কিছুর মাঝে রয়েছে সম্প্রচার জটিলতাও। যে কারণে আর্থিকভাবে ক্ষতির বিষয়টিও তাদের ভাবিয়েছে। তাই আগামী বছরে সিরিজটি নতুন করে করার কথা বলা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, সিরিজটি ছিল আফগানিস্তান-পাকিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। পাশাপাশি সেটি ওয়ানডে সুপার লিগেরও অংশ। 

ওআ/