ন্যাভিগেশন মেনু

আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিলো গুগল


সম্প্রতি ভেঙে পড়া মার্কিন সমর্থিত প্রশাসনের সঙ্গে কাজ করা সাবেক কর্মকর্তাদের পরিচয় খুঁজে পেতে তালেবানদের অভিযান বন্ধ করার আপাত প্রচেষ্টা হিসেবে কিছু আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গুগল।

এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেন, 'বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা ক্রমাগত আফগানিস্তানের পরিস্থিতি মূল্যায়ন করছি। আমরা প্রাসঙ্গিক অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য সাময়িক ব্যবস্থা নিচ্ছি, যেহেতু ইমেইলে তথ্য আসতে থাকে।'

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক পোস্ট রয়টার্সের বিবৃতি দিয়ে জানায়, টেক জায়ান্ট গুগল ঠিক কতগুলো অ্যাকাউন্ট বন্ধ করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন আর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তার কারণে সাময়িক ব্যবস্থা নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র সমর্থিত পুরনো আফগানিস্তানের সরকার হটিয়ে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরের কয়েক সপ্তাহ ধরে বায়োমেট্রিক ও আফগান পেরোল ডাটাবেজ নিয়ে আশঙ্কা তৈরি হয়।

রয়টার্সের মতে, আনুমানিক দুই ডজন আফগান সরকারি বিভাগ গুগলে অফিসিয়াল ইমেইল চিঠিপত্র পরিচালনা করতে ব্যবহার করেছে। এরমধ্যে অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি রাষ্ট্রপতি প্রোটোকল অফিসও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কার্যালয়সহ অন্যান্য সংস্থা মাইক্রোসফটের ইমেইল সফটওয়্যার ব্যবহার করেছে।

তবে, তালেবানদের হাত থেকে এই ডেটা রাখার জন্য কী পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক সরকারের এক কর্মী রয়টার্সকে বলেন, তালেবান পুরনো কর্মকর্তাদের ইমেইল নিয়ন্ত্রণে নিতে চাইছে।

গত মাসে আরেক কর্মী জানান, তালেবান তাকে তার মন্ত্রণালয়ের সার্ভারে থাকা তথ্য সংরক্ষণের নির্দেশ দেয়।

ওই কর্মী বলেন, ‘আমি সেটা করলে তারা মন্ত্রণালয়ের পুরনো নেতাদের সরকারি যোগাযোগ এবং তথ্য হাতে পেয়ে যেতো।’

ওই কর্মী জানান, তিনি তালেবানের আদেশ অমান্য করেন আর তারপরে আত্মগোপনে চলে যান। তার নিরাপত্তা জনিত কারণে রয়টার্স তার নাম এবং মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি।

সিবি/এডিবি/