ন্যাভিগেশন মেনু

আবরার হত্যাকাণ্ড: পরবর্তী সাফাই সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামীপক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে নতুন তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে মামলার নকল না পাওয়ার কথা জানিয়ে সাফাই সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানোর আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা। সেই আবেদন মঞ্জুর করে বিচারক আগামী ১৮ এপ্রিল সাফাই সাক্ষ্যের পরবর্তী দিন ধার্য করেন।

গত ১৪ মার্চ মামলার ২৫ আসামীর মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থণা করেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে এ দাবি করেন তারা। তবে অপর তিন আসামী পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করতে পারেননি।

এরপর আদালত আসামীদের কাছে জানতে চান, তারা সাফাই সাক্ষ্য দেবেন কী না? তখন আসামীদের মধ্যে মেফতাহুল ইসলাম জিয়ন, ইশতিয়াক আহম্মেদ মুন্না ও মেহেদী হাসান রাসেল নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেবেন বলে জানান। এছাড়া রাসেলের পক্ষে আরও ৫ জন সাফাই সাক্ষ্য দেবেন। আদালত ৩১ মার্চ ও ১ এপ্রিল সাফাই সাক্ষ্যের জন দিন ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামী করে চকবাজার থানায় একটি মামলা করেন।

গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত ২৫ জনের মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিবি/এডিবি/